মনেকরো $M$ ভর বিশিষ্ট একটা সিলিন্ডারের ব্যাসার্ধ $r$ এবং সেটি একটা টেবিলের উপর আনুভূমিক ভাবে রাখা আছে। একটা ভরবিহীন সুতোর $B$ প্রান্তে $m$ ভরের আরেকটি গোলক লাগানো রয়েছে এবং সুতোটি ছবির মতন ঐ সিলিন্ডারের অর্ধেকাংশে জড়িয়ে রাখা হয়েছে।
এখন তুমি সুতোর $A$ প্রান্ত ধরে $T$ বলে টান দিলে, টানের চোটে সুতোর $B$ প্রান্তে বাধা গোলকটি কিছুটা সরে আসলো।
ধরে নাও সিলিন্ডারটি মুক্তভাবে নড়তে পারে, তাহলে-